পরিচিতি

আমরা আপনাদের পকেটের নিরাপত্তা নিশ্চিত করি

শিরোনাম দেখে আঁতকে উঠবেন না। আমরা এক অদম্য স্পৃহা ও উদ্দীপনা নিয়ে আপনাদের সেবা দিতে সদা প্রস্তুত থাকি। আমরা মূলত স্বপ্ন দেখি একদিন পৃথিবীটা বইয়ের হবে। ৫৬ হাজার বর্গমাইল বইয়ে বইয়ে প্লাবিত হবে। ইনশা আল্লাহ। আমরা জানি আমাদের জার্নিটা খুব সহজ নয়। তবুও স্বপ্ন দেখতে ভালোবাসি। স্বপ্ন আছেই বলেই আমরা নিরন্তন ছুটে চলি।

আমাদেরগল্প

আমরা যে স্বপ্নের পেছনে নিরন্তন ছুটে যাচ্ছি…

প্রথমে বলি ভাষা আল্লাহর দান। আমরা যে ভাষায় কথা বলি সেটাই মাতৃভাষা। সব ভাষাই আল্লাহ প্রদত্ত। এতে বিন্দুমাত্র সন্দেহের অবকাশ  নেই। কিন্তু বাংলা ভাষার একটা ঐতিহ্য-ইতিহাস আছে। এ ভাষার জন্য ৫২ তে ভাষা আন্দোলন হয়, এবং ‘আমরা একটি ফুল’কে বাঁচাবো বলে যুদ্ধ করি’। ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারিতে পুলিশ ভাষা আন্দোলনকারী ছাত্রদের মিছিলে গুলি চালায়; এতে সালাম, বরকত, রফিক, জব্বার প্রমুখ ছাত্র হতাহত হয়। সে সময় ঢাকা কলেজের ছাত্র আবদুল গাফফার চৌধুরী ঢাকা মেডিকেলে যান আহত ছাত্রদের দেখতে। 
অনেক চড়াই উৎরাই বন্ধুর পথ মাড়িয়ে আমরা আমাদের ভাষার মর্যাদা লাভ করি। ২১ শে ফেব্রুয়ারী। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে প্রতিষ্ঠিত হয়। কিন্তু আমরা কী বিজাতীয় সংস্কৃতিতে আমাদের বলা কওয়া ভাষা হারিয়ে ফেলতে যাচ্ছি? নাহ্ যতোদিন এদেশে কলম সৈনিকরা আছে। কেউ আমাদের ভাষা কেঁড়ে নিতে পারবে না।  ইনশা আল্লাহ। 
কেউ কেউ ভাষাকে ইসলাম থেকে আলাদা করতে চায়। যা মূলত নিছক ভুলই না বরং ইসলাম ফোবিয়ায় ভুগছে। 
তাই এজাতীয় লোকদের সমুচিত জবাব কলম সৈনিকদেরই দিতে হবে। 
ইসলামী সাহিত্য বাংলা ভাষাকে সমৃদ্ধ করছে বৈকি! ইসলামী সাহিত্যের বিপ্লবের যুগও চলছে নিঃসন্দেহে। মনে রাখতে হবে, ‘ধর্মহীন কর্মশিক্ষা, কর্মহীন ধর্মশিক্ষা’ উভয়টাই নিঃষ্ফল। অতএব উভয়ের সমন্বয় পারে জাতিকে উন্নত জাতি হিসেবে পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত করতে। আল্লাহ আমাদের স্বপ্নগুলো কবুল করুন। পৃথিবীটা ভালো বইয়ের হোক। নীতি নৈতিকার চাদরে আবৃত হোক। 

 

Shopping Cart
Scroll to Top